• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলছাত্রকে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যার প্রতিবাদে মানববন্ধন 

  রংপুর প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৬
মানববন্ধন
স্কুলছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার )

রংপুরের স্কুলছাত্র আব্দুর রশিদকে কুপিয়ে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় রংপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম সফিউল ইসলাম, পরিচালক শাহবুদ্দিন প্রধান, অর্থনীতির প্রভাষক মো. এরশাদ আলীসহ তার সহপাঠীরা।

মানববন্ধনে তারা বলেন, আব্দুর রশিদ হত্যাকারীদের দ্রুত গেফতার করে তাদের ফাঁসি দিতে হবে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রশিদ টেক্সটাইল মোড়ে বাজার করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী মোজাফফর ও তার সহযোগীরা তাকে আটক করে লাঠি দিয়ে পেটায়। এক পর্যায়ে রংপুর-ঢাকা মহাসড়কে রশিদকে চলন্ত একটি গাড়ির নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রশিদ।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড