• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রী ও সন্তান হত্যা মামলায় স্বামীর ফাঁসি, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন 

  খাগড়াছড়ি প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৭
দণ্ডপ্রাপ্ত আসামি
দণ্ডপ্রাপ্তরা ( ছবি : দৈনিক অধিকার )

খাগড়াছড়িতে স্ত্রী মাজেদা বেগম (২২) ও ৬ মাসের ছেলে মো. রিদোয়ান আহামেদ হত্যা মামলায় ঘাতক স্বামী ছাবের আলীকে মৃত্যুদণ্ড ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

২০১৬ সালের ২২ মার্চ রাত ৮টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পরিকল্পিতভাবে স্ত্রী মাজেদা বেগম ও ৬ মাসের ছেলে মো. রিদোয়ান আহামেদকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ওই বছরের ২৩ মার্চ গুইমারার থানায় মামলা দায়ের করেন নিহত গৃহবধূর বাবা মো. সাহাব উদ্দিন।

হত্যা মামলায় স্বামী ছাবের আলী, শ্বশুর মো. মাহবুব আলী, শাশুড়ি রেনু আরা বেগম ও দেবর শাহজাহানকে আসামি করা হয়। দীর্ঘ ৩ বছর ৬ মাস পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায়ে নিহতের স্বামী ছাবের আলীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একই মামলায় শ্বশুর মো. মাহবুব আলী, শাশুড়ি রেনু আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দেবর শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড