• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিডনি রোগে আক্রান্ত দিপু বাঁচতে চায়

  নীলফামারী প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৭
পোস্টার
দিপু পোস্টার

নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র দিপু দাস বাঁচতে চায়। সে সদর উপজেলার মিলন পল্লী গ্রামের বিকাশ দাসের ছেলে। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারে কাছ থেকে জানা গেছে, তার চিকিৎসায় প্রায় ১৪ লক্ষাধিক টাকার প্রয়োজন। বাবা বিকাশ চন্দ্র একটি মার্কেটিং কোম্পানির সেলস প্রতিনিধি হিসেবে নীলফামারীতে জীবিকা নির্বাহ করছেন। তার একমাত্র ছেলেকে বাঁচাতে নিজের যা কিছু সহায় সম্বল ছিল তা দিয়ে সর্ব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ খরচ করা তার একার পক্ষে সম্ভব না হওয়ায় তিনি সমাজের সকল শ্রেণির মানুষের কাছে তার ছেলেকে বাঁচাতে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন।

তিনি মনে করেন সকলের সহযোগিতায় তার একমাত্র ছেলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে।

তাকে সাহায্য পাঠানোর জন্য মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখা ব্যাংক অ্যাকাউন্ট- ১১৭৩১২১১৫৬৮৫১৩১, বিকাশ-০১৭৩৯৪২৭৬২৬, রকেট- ০১৭২২৯৩৪৪৮৬০, নগদ- ০১৭২২৩৯৪৪৮৬ এই নম্বরে অনুরোধ জানিয়েছেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড