• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে সজিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  ফেনী প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৪
ফেনী
মানববন্ধনে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর শর্শদীতে নবম শ্রেণির মেধাবী ছাত্র মোশারফ হোসেন সজিব হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় সদর উপজেলার শশর্দী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মোশারফের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়।

নিহত মোশারফ হোসেন সজিব ওই ইউপির গজারীয়া কান্দি মিয়াজী বাড়ীর প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী ছাত্র মোশারফ হোসেন সজিব হত্যার সাথে সরাসরি জড়িত মানিক ও তার বন্ধু সজিবকে দৃষ্টান্তমূলক শাস্তিসহ দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে।

ইতিমধ্যে হত্যাকারী মানিক পুলিশের হাতে আটক হয়েছে। কিন্তু নিহত সজিবের বন্ধু সজিবকে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়। তাই মোশারফ হোসেনের পরিবার জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন।

বর্তমানে মোশারফের পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। তাই মোশারফের পরিবারের জীবনের নিরাপত্তা দেওয়াসহ অন্য আসামিদের গ্রেফতার করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।

মানববন্ধনে শরিষবাদী উচ্চ বিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

এ সময় বক্তব্য রাখেন শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, এডভোকেট নুরুল ইসলাম, মাস্টার আলী হায়দার, ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ, সফিক পাটোয়ারী, মাস্টার জাফর উদ্দিন, প্রমুখ।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট কোরবানি ঈদের দিন রাতে মোশারফ হোসেন সজিব নিখোঁজ হয়। পরে অনেক খোঁজা-খুঁজির পর থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনার সাত দিন পর একই এলাকার মানিককে আটক করে।

পরে তার দেওয়া তথ্যমতে তার নিজস্ব মুরগীর খামারের ময়লার ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোশারফের মরদেহ উদ্ধার করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড