• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৭ দিনের সন্তান রেখে ডেঙ্গু জ্বরে মারা গেলেন মা

  মানিকগঞ্জ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪
চামেলী
নিহত চামেলী ও তার সন্তান (ছবি : সংগৃহীত)

মানিকগঞ্জে ২৭ দিনের সন্তান রেখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চামেলী বেগম (২৫) নামের এক কর্মজীবী নারী মারা গেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকার মগবাজার এলাকার রাশমনো নামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। চামেলী জেলার শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের মৃত মোহন খানের মেয়ে।

চামেলীর বড় ভাই আনোয়ার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ আগস্ট বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে চামেলীর ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচদিন ভর্তি থাকার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে চামেলির স্বজনরা তাকে রাশমনো হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

গত এক বছর আগে মানিকগঞ্জর সদর উপজেলা দিঘী ইউনিয়নের রৌহাদহ গ্রামের সবুজের সঙ্গে চামেলীর বিয়ে হয়। তিনি মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতালে সেবিকা হিসেবে চাকরি করতেন। ২৭ দিন বয়সী পুত্র সন্তানের জননী ছিলেন তিনি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড