• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শর্তে মেনে জামিন পেল রিফাত হত্যার এক আসামি

  অধিকার ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৯
আরিয়ান হোসেন শ্রাবণ
আরিয়ান হোসেন শ্রাবণ (ছবি : সংগৃহীত)

বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অভিযুক্ত ২৪ নম্বর আসামি শিশু আরিয়ান হোসেন শ্রাবণকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান জামিনের এই আদেশ দেন।

কোন শর্তে তাকে জামিন প্রদান করা হবে প্রথমে না জানা গেলেও, জামিনের পর পরই জানা যায়, গণমাধ্যমের সঙ্গে কথা না বলার শর্তে তাকে আদালত জামিন দিয়েছেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের শ্রাবণের জামিনের প্রার্থনা করেন। তিনি আদালতকে বলেন, ‘আসামি একজন শিশু। তার বয়স ১৬ বছর। সে দশম শ্রেণির ছাত্র। সে অপরাধের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। পুলিশ ১৯ বছর দেখিয়ে তাকে চালান দিয়েছে এবং প্রাপ্ত বয়স্ক আসামিদের সঙ্গে কারাগারে রাখার কারণে আরিয়ান শ্রাবণ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ সময় রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব দাস।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে দুর্বৃত্তরা মিন্নির স্বামী রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন। ওইদিন বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিন্নির স্বামী।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন

ওডি/এসএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড