• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে আটক ৫

  ময়মনসিংহ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
আটক
ডিবি পুলিশের পৃথক অভিযানে আটককৃত পাঁচজন (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন মামলার দুই আসামিসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃত পাঁচজন হলেন- মাসুম হৃদয় খান (২০), এনামুল হক (১৯), বাবুল মিয়া (২৫), কবির মিয়া (২৬) এবং লিপসন মিয়া (২১)।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৌরীপুর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার দুই আসামিসহ ময়মনসিংহ শহরের হাজী কাসেম আলী কলেজের সামনে থেকে ও ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী এলাকা থেকে তিনজন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘণ্টার বিশেষ পৃথক অভিযানে গৌরীপুর উপজেলার ঘোড়ামারা এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলার আসামি মাসুম হৃদয় খান, ও মো. এনামুল হককে আটক করা হয়। এছাড়া ময়মনসিংহ শহরের হাজী কাশেম আলী কলেজের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. লিপসন মিয়া, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. বাবুল মিয়া, মো. কবির মিয়াকে আটক করা হয়।

পরে বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড