• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালুকায় চাকরির সন্ধানে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫
ধর্ষণ
ছবি : প্রতীকী

ময়মনসিংহের ভালুকায় চাকরির সন্ধানে এসে অসহায় এক গৃহবধূকে (১৯) প্রভাবশালী ব্যবসায়ী মো. জালাল আকন্দ ওরফে ডিলার (৬৫) নামে এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভালুকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খারুয়ালী গ্রামের বাসিন্দা মো. সুবহান আকন্দের ছেলে অভিযুক্ত মো. জালাল আকন্দ ওরফে ডিলারের নামে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজৈ রোডের ভালুকা বাজারের ব্যবসায়ী জালাল আকন্দ ওরফে ডিলারের নতুন বাড়ির চতুর্থ তলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মো. জালাল আকন্দ ওরফে ডিলার পলাতক রয়েছেন।

নির্যাতনের শিকার গৃহবধূর অভিযোগ এবং মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর শাশুড়ির বোন অভিযুক্ত মো. জালাল আকন্দ ওরফে ডিলারের বাসায় কাজ করার সুবাদে গার্মেন্টসে চাকরি দেবার কথা বলে ভুক্তভোগী গৃহবধূকে ডেকে আনা হয়। গত রবিবার বেলা ১১টার দিকে ওই গৃহবধূকে চাকরির ব্যবস্থা করে দেবার কথা বলে অভিযুক্ত মো. জালাল আকন্দ ওরফে ডিলার ডেকে এনে তার নতুন বাড়ির চতুর্থ তলায় নিয়ে দরজা বন্ধ করে চর-থাপ্পড় মেরে নির্যাতন চালিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর গৃহবধূকে ভয়-ভীতি দেখানোর পাশাপাশি টাকা-পয়সা দেওয়ার লোভ দেখিয়ে দিয়ে মুখবন্ধ করে রাখতে বলে।

এ দিকে, নির্যাতনের শিকার গৃহবধূ বাসায় এসে তার পরিবারকে এ কথা জানালে এলাকায় ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। দ্রুত এ ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ব্যবসায়ী এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে বাধ্য হয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মনাটি গ্রামের মোহাম্মদ হাসিম মিয়ার মেয়ে এ নির্যাতনের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ঘটনার মামলা দায়ের হয়েছে। আসামি যত প্রভাবশালীই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড