• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  কক্সবাজার প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৪
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন
রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন। রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন তিনি।

এ সময় নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সঙ্গে সরাসরি আলাপ এবং চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মেরিস পেইন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পে অবস্থান করেন তিনি।

অস্ট্রেলিয়া সরকারের পরিচালনাধীন উখিয়ার বালুখালী সতের ও আঠারো রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। এছাড়া উখিয়ার কুতুপালং ও মুধুর ছড়া ক্যাম্পেও যান পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি শহরের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন। অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী পেইন।

বুধবার বিকালেই ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।

প্রসঙ্গত, তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন মঙ্গলবার বাংলাদেশে এসেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড