• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মির্জাপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ

  মির্জাপুর প্রতিনিধি, টাঙ্গাইল

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৪
কৃষি উপকরণ বিতরণ
প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৯-২০ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ, সার এবং রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ সব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উপজেলার ১৫০ জন কৃষককে মাসকলাই বীজ ও ৩০০ জন কৃষককে ধানের চারা বিতরণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড