• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শার্শায় মোটরসাইকেল পাচারকালে কারবারির মৃত্যু

  বেনাপোল প্রতিনিধি, যশোর

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৩
যশোর
রুদ্রাপুর বিওপি (ছবি : দৈনিক অধিকার)

যশোরের শার্শায় চোরাই পথে মোটরসাইকেল নিয়ে আসার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ধাওয়ায় রফিকুল ইসলাম নামে এক চোরাকারবারির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শার্শার রুদ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটে। মৃত রফিক দাঁতখালী গ্রামের জমাত আলীর ছেলে।

তথ্যসূত্রে জানা যায়, দাঁতখালী গ্রামের চোরাকারবারি ঘাট মালিক করিমের ছেলে লালটু মিয়া, রুদ্রপুর গ্রামের গফফারের ছেলে শহিদুল ইসলাম, আবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন, দাঁতখালী গ্রামের জমাত আলীর ছেলে রফিক ও শাহজাহান ভারত থেকে চোরাই পথে মোটরসাইকেল নিয়ে আসার সময় বিএসএফ ধাওয়া করে। এরপর তারা বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি ধাওয়া দেয়। বিজিবির ধাওয়া খেয়ে রফিক মাথায় গাছের সাথে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে।

এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাইলে দাঁতখালী গ্রামের কয়েকজন যুবক বলেন, চোরাই পথে প্রতিনিয়ত ভারত থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য আসে। যার সাথে জড়িত ওই গ্রামের অধিকাংশ মানুষ। আর রাতে নদী পথে মোটরসাইকেল রশি বেঁধে পানির ভিতর দিয়ে টেনে আনে।

২১ বিজিবি রুদ্রপুর ক্যাম্পের নায়েক সুবেদার সাইফুল ইসলাম বলেন, ভারত থেকে চোরাই পথে মোটরসাইকেল নিয়ে আসার সময় চোরাকারবারি দৌড়ে পালিয়ে গেলেও আমরা মোটরসাইকেল উদ্ধার করি। মোটরসাইকেল কে বা কারা নিয়ে আসছিল তা জানা যায়নি। তবে এটা খতিয়ে দেখা হচ্ছে।

রফিক নামে একজন বিজিবির ধাওয়ায় মারা গেছে এমন প্রশ্নের জবাবে, এটা আমার জানা নেই বলে তিনি বলেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড