• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

  কুষ্টিয়া প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১
কুষ্টিয়া
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রনি (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ার ভেড়ামারা থানায় দায়ের করা সোহাগ হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কুষ্টিয়ার মিরপুর থানা আহম্মদপুর গ্রামের আহাদ আলীর ছেলে মো. নাজমুল ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকার আবুল কালামের ছেলে মো. রনি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- কুষ্টিয়ার চৌড়হাঁস এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. রাব্বি, কুমারগাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. সুজা ও চৌড়হাঁস বড় মসজিদ এলাকার মো. খলিলের ছেলে মো. রফিক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকি আসামিরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ অক্টোবর কুষ্টিয়ার কুমারগাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সোহাগকে একটি মোবাইল ফোনের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজের পাশে একটি ইপিল ইপিল বাগান থেকে সোহাগের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।

এ ঘটনায় সোহাগের খালু শহিদুল ইসলাম ভেড়ামারা থানায় অভিযুক্ত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড