• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

  সারাদেশ ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১০
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু ( ছবি : প্রতীকী )

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মাজহারুল ইসলাম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মরিচারর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাজহারুল মরিচারচর গ্রামের মোবারক হোসেন জীবনের ছেলে এবং মরিচারচর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রাম চিরে প্রবাহিত হয়েছে খরস্রোতা ব্রহ্মপুত্র নদ। মঙ্গলবার বিকালে মাজহারুলসহ তাদের চার বন্ধু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় তারা খেলার ছলে সাঁতার কেটে মাঝ নদীতে মাটি কাটার ড্রেজারে উঠতে যায়।

এতে তিন বন্ধু সাঁতরিয়ে ড্রেজারে উঠতে পারলেও মাজহারুল স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে মাজহারুলের মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। মরদেহ পুলিশের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড