• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে ফুটপাত দখলমুক্ত করণে উচ্ছেদ অভিযান

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪
উচ্ছেদ অভিযান
ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের কাঁচা বাজার সংলগ্ন এলাকায় চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়কের দুই পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানকালে চন্দনাইশ থানার একদল পুলিশ সদস্য ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা জানান, চন্দনাইশ উপজেলা সদর সড়কের দুই পাশে ফুটপাত দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছে কতিপয় ব্যবসায়ীবৃন্দ। ফলে উপজেলা সদরের এ সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া সড়কটি দিয়ে উপজেলা প্রশাসন, পৌরসভাসহ সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা যাতায়াত করে।

এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও এ সড়কটি দিয়েই নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করে। এতে করে ফুটপাত না থাকায় সড়কের মাঝখান দিয়েই অনেক পথচারী চলাচল করে। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের। তাই সড়কটি যানজটমুক্ত করা ও সরকারি জায়গা দখলমুক্ত করতে ফুটপাতের দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়েছে।

এ সময় ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড