• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

  টাঙ্গাইল প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৬
নৌকাবাইচ
নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি নৌকা (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় (চাপড়া বিল) ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় চাপড়া বিলে এবারও আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতার। তবে এবার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি সংসদের আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে দর্শনার্থীদের ঢল নামে চাপড়া বিল এলাকায়।

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

রোমাঞ্চকর এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া সিপাই নৌকার মধ্যে ভূয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ‘আল্লাহ ভরসা’ নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এছাড়া খেল্লা নৌকার মধ্যে ‘নথখোলা আদর্শ তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড