• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় ডিবির ফাঁদে ৩ অস্ত্র কারবারি ধরা

  বগুড়া প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৪
গ্রেফতার
গ্রেফতারকৃত ৩ অস্ত্র কারবারি (ছবি : দৈনিক অধিকার)

বগুড়ায় ক্রেতা বেশে এক রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইঞা এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়ার আলী হাসান টুকুর ছেলে ফরিদুজ্জামান ফরিদ (৩২), ইছাহাক শেখ লালুর ছেলে বেলাল হোসেন বিপ্লব (২৮) ও আনোয়ার হোসেনের ছেলে শহীদ হোসেন রকি (২৮)।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ক্রেতা সেজে ডিবি পুলিশের একটি টিম অস্ত্র কেনার জন্য গ্রেফতারকৃত ফরিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে আসছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিশিন্দারা কারবালা এলাকায় একটি ফার্নিচারের দোকানে বিদেশি পিস্তল বিক্রি করতে আসে ওই তিনজন।

এমন পরিস্থিতি টের পেয়ে আগে থেকেই ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে ওত পেতে ছিল। ক্রেতা সেজে আসা এক ডিবি সদস্য তিনজনের সঙ্গে অস্ত্র দরদাম করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি।

ওসি ডিবি আরও জানান, বিদেশি পিস্তল বিক্রয়ের সময় ডিবি পুলিশ একটি ৭ দশমিক ৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ ওই তিনজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইঞা (বার) এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি ইন্সপেক্টর আছলাম আলীর নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম, এএসআই রুহুল আমিন, এএসআই মনিরুল ইসলাম, এএসআই রতন আলী, এএসআই শামসুজ্জামানসহ ডিবি বগুড়ার সদস্যরা ওই অভিযানে অংশ নেয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড