• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু থেকে বাঁচতে স্কুলের জানালায় মশারি

  মাদারীপুর প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮
মাদারীপুর
বিদ্যালয়ের জানালাগুলোতে টাঙানো হয়েছে মশারি (ছবি : দৈনিক অধিকার)

ডেঙ্গু থেকে বাঁচতে মাদারীপুরের শিবচরের একটি বিদ্যালয়ের জানালাগুলোতে মশারি টাঙিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জানা যায়, শিবচর উপজেলা চত্বরে প্রভাতি কিন্ডার গার্টেন স্কুল অবস্থিত। বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৪৫৪ জন। ডেঙ্গু নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সম্প্রতি ডেঙ্গু আতঙ্কে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা কমতে শুরু করেছিল বিদ্যালয়ে। ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে প্রায় এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টির চারপাশের জানালাগুলোতে মশারি টাঙানো হয়। নিয়মিত পরিষ্কার করা হচ্ছে বিদ্যালয়ের চারপাশ।

বিদ্যালয়ের জানালায় মশারি টাঙানোর এই উদ্যোগে প্রশাসনের প্রতি বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন। জানালায় মশারি টাঙানোর পর থেকে বিদ্যালয়ে বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থী উপস্থিতি।

বিদ্যালয়টির অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান বলেন, ডেঙ্গু আতঙ্ক বিরাজ করায় বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতি কমতে শুরু করেছিল। গত সপ্তাহে জানালাগুলোতে মশারি টাঙানোর পর থেকে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে।

তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রভাতি কিন্ডার গার্টেনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক লিফলেট বিতরণ, সভা সেমিনার করা হচ্ছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড