• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জনতা ব্যাংকে ডাকাতি, আসামি মনির গ্রেফতার

  সারাদেশ ডেস্ক

৩১ আগস্ট ২০১৯, ২০:৫৮
গ্রেফতার
গ্রেফতারকৃত মনির ( ছবি : সংগৃহীত )

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জনতা ব্যাংকে ডাকাতি মামলার আসামি মনির হোসেন ওরফে মায়া মনিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার আউগানখিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনির উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের সফিক উল্যার ছেলে।

মনিরের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি ছাড়াও অস্ত্র, মাদকসহ আরও ৪টি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০১৭ সালের ৭ এপ্রিল রাতে জনতা ব্যাংকের রামগঞ্জ শাখায় ডাকাতি হয়। কৌশলে ব্যাংকের মূল গেটের তালা খুলে নিরাপত্তাকর্মী মোবারক হোসেনকে মারধর ও অচেতন করা হয়। পরে ডাকাতরা ব্যাংকের ভল্ট ভেঙে ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ব্যাংকের সিসিটিভির ক্যামেরাও ভেঙে নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলার আসামি মনির দীর্ঘদিন পলাতক ছিলেন।

এ বিষয়ে রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী বলেন, মনিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড