• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

  গোপালগঞ্জ প্রতিনিধি

৩১ আগস্ট ২০১৯, ১৯:৩৩
গোপালগঞ্জ
কনফারেন্স অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

বিচারের কাজকে আরও গতিশীল করতে গোপালগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ কনফারেন্সের আয়োজন করে।

শনিবার (৩১ অগাস্ট) বেলা ১১ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া।

এ কনফারেন্সে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই আওলাদ হোসেন, গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাছির উদ্দীন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল হালিম, জেলা আইনজীবী বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, দুদকের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে বিচারাধীন বিভিন্ন মামলার ক্রুটি-বিচ্যুতি, সাক্ষী হাজির করা, নির্ভুল মেডিকেল সার্টিফিকেট ও তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে বক্তারা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালত, পুলিশ ও আইনজীবীরা একে অপরের পরিপূরক। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় এ তিন প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে দ্রুততার সাথে কাজ করলে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড