• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

  বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম

৩০ আগস্ট ২০১৯, ১১:৫০
আগুন
আগুনে পোড়া বসত-বাড়ি ( ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি পরিবারের ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচর গ্রামে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মো. মোস্তাক ওরফে টুনু মিয়ার ছেলে মো. হাছান নুর, মো. হোছাইন নুর, স্ত্রী নুর জাহান; মৃত নুরুল হকের ছেলে মোক্তার আহমদ, আবচার উদ্দীন, আজগর হোসেন; মৃত গোলাম রসূলের ছেলে মো. এরশাদ ও আহমদ কবিরের স্ত্রী আরজ খাতুনের ঘরসহ ওই এলাকার ছয়টি বসতঘর এবং ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর আলম জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মাথা গোঁজার একমাত্র বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ গৃহপালিত পশু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার-পাঁচ জন গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে রওয়ানা হলেও রাস্তা সংকীর্ণ ও বেহাল দশার কারণে ফায়ার সার্ভিসের ইউনিট সময়মতো ঘটনাস্থলে যেতে পারেনি।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড