• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিয়ে বাড়িতে বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট

  সারাদেশ ডেস্ক

২৯ আগস্ট ২০১৯, ২১:০৫
বিয়ে বাড়িতে পুলিশ
বিয়ে বাড়িতে পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ছবি : সংগৃহীত )

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিয়ে বাড়িতে বর আসার আগেই পুলিশ নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাটাই গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাহী কর্মকর্তা আসার সঙ্গে সঙ্গেই বিয়ের আনুষ্ঠানিকতার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পালিয়ে যায় কনের আত্মীয়-স্বজনরা।

স্থানীয়রা জানায়, কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের বিল্লাল হোসেনের (২৩) সঙ্গে দেড় মাস আগে চাটাই গ্রামের আব্দুস সালামের মেয়ে রুবিনা খানমকে (১৪) গোপনে বিয়ে দেওয়া হয়। তবে সে সময় বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। উভয় পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার দিন ঠিক হয়। সে অনুযায়ী দাওয়াত দেওয়া হয় আত্মীয়-স্বজনদের। দুপুরে বর আসার কথা ছিল। তবে বরের আগেই বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়িতে হাজির হলে মেয়ের বাবা, ভাইসহ আত্মীয়-স্বজন সবাই পালিয়ে যান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, রুবিনা খানম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড