• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বটগাছ কাটার অভিযোগ

  পাবনা প্রতিনিধি

২৭ আগস্ট ২০১৯, ২১:২১
ময়দানদীঘি বাজার
ময়দানদীঘি বাজারের কেটে ফেলা বটগাছ (ছবি : দৈনিক অধিকার)

পাবনার ভাঙ্গুড়ায় ময়দানদীঘি বাজারে সরকারি জায়গার ওপর থাকা বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলার খাঁনমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুর রহমানের বিরুদ্ধে।

তিনি নিয়মনীতির তোয়াক্কা না করেই টেন্ডার ছাড়াই এ গাছটি কেটে জনৈক আব্দুল আজিজের কাছে বিক্রি করে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

মঙ্গলবার (২৭ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারের মধ্যে একটি বটগাছ কেটে ফেলে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানান স্থানীয়রা। চেয়ারম্যান এ বটগাছটি ময়দানদীঘি গ্রামের মৃত ছকের দফাদারের ছেলে আব্দুল আজিজের কাছে বিক্রি করেন। গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে খাঁনমরিচ ইউপি চেয়ারম্যান মো. আছাদুর রহমান বলেন, বাজার উন্নয়নের জন্য চার তলা ভবন বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করা হবে। তাই গাছটি কাটা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সরকারি জায়গার গাছ কাটার নিয়ম নেই। বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড