• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনায় মামলা

  খাগড়াছড়ি প্রতিনিধি

২৭ আগস্ট ২০১৯, ১৮:৪৪
নিহত
নিহত তিন ইউপিডিএফ কর্মীর লাশ (ছবি : দৈনিক অধিকার)

খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে দীঘিনালা থানার উপপরিদর্শক পীযুষ কান্তি দে বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন।

এ দিকে, নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব জানান, সেনা টহলের ওপর সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। পরবর্তীতে আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি করলে তিন সন্ত্রাসী নিহত হয়। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ রাউন্ড গুলিসহ দুইটি পিস্তল ও একটি আধুনিক অস্ত্র উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, সোমবার (২৬ আগস্ট) খাগড়াছড়ির দীঘিনালায় সেনা টহলের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি করলে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড