• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিবনগরে মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  মেহেরপুর প্রতিনিধি

২৭ আগস্ট ২০১৯, ১৩:৪৫
ভ্রাম্যমাণ আদালত
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ( ছবি : দৈনিক অধিকার)

মেহেরপুরের মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুটি মিষ্টির দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি। এ সময় দইয়ের পাত্রের ওজন পুরো বাদ না দিয়ে তিন ভাগের এক ভাগ বাদ দেওয়ায় ইন্নাল মিষ্টান্ন ভান্ডার থেকে ১ হাজার টাকা ও আরোজ মিষ্টান্ন ভান্ডারে অপরিষ্কার অবস্থায় মিষ্টি বিক্রিসহ ফ্রিজের ভেতর দইয়ের সঙ্গে কাঁচা মাংস রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি বলেন, দইয়ের পাত্রের ওজন পুরো বাদ না দিয়ে তিন ভাগের এক ভাগ বাদ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করায় সতর্কসহ প্রাথমিকভাবে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেক মিষ্টির দোকানে অপরিষ্কার অবস্থায় মিষ্টি বিক্রি করাসহ ফ্রিজের ভেতর দইয়ের সঙ্গে কাঁচা মাংস রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবর্তিতে তারা এরকম কার্জক্রম চালিয়ে গেলে এর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড