• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাড়িতে ধাক্কা দেওয়ায় পরিবহন শ্রমিককে পিটিয়ে জখম

  লালমনিরহাট প্রতিনিধি

২৭ আগস্ট ২০১৯, ১৩:১০
বাস চালক
আহত বাস চালক (ছবি : দৈনিক অধিকার)

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (এসিল্যান্ড) গাড়ি চালক নিয়ামুল ইসলামের বিরুদ্ধে লোকাল বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জেলার ভোটমারী রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এসিল্যান্ডের গাড়ি চালকের বিচারের দাবিতে বুড়িমারী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে বিচারের আশ্বাস পেলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। আহত বাস চালক আতাউর রহমান পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার অফুর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

আহত বাস চালক আতাউর রহমান হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি নিয়ে কালীগঞ্জের এসিল্যান্ডের কোনো বক্তব্য পাওয়া না গেলেও তার গাড়ি চালক নিয়ামুল ইসলাম ও কালীগঞ্জর ইউএনও রবিউল হাসান ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।

স্থানীয় শ্রমিকরা জানান, ওই এলাকা একটি সড়ক দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়। এ সময় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কেবি পরিবহন নামে এক লোকাল বাসের চালক আতাউর রহমান তার গাড়িটি যানজটের মধ্য দিয়ে নিয়ে আসতে চেষ্টা করেন। এ সময় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে এসিল্যান্ডের গাড়ি চালক নিয়ামুল ইসলাম কেবি পরিবহনের চালক আতাউর রহমানকে মারধর করেন। ওই সময় এসিল্যান্ড আবু সাঈদ গাড়িতে ছিলেন না। তবে গাড়িতে কয়েকজন পিয়ন ছিলেন। পরে আহত চালক আতাউর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং এসিল্যান্ডের গাড়ি চালকের বিচারের দাবিতে সোমবার রাতে বুড়িমারী-ঢাকা মহাসড়কের হাতীবান্ধা শহরে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

হাতীবান্ধা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক ভুট্ট জানান, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা আবারও আন্দোলনে যাবে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কালীগঞ্জের এসিল্যান্ড আবু সাঈদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার গাড়ি চালক নিয়ামুল ইসলাম বলেন, কালীগঞ্জ ইউএনওর নির্দেশে কয়েকজন পিয়নসহ ভোটমারী এলাকায় বালু উত্তোলণের খোঁজ খবর নিতে যাই। গাড়িতে এসিল্যান্ড ছিলেন না। এ সময় কেবি পরিবহন আমার গাড়িকে ধাক্কা দিলে গাড়ির বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, শ্রমিকদের অভিযোগ কালীগঞ্জের এসিল্যান্ড আবু সাঈদের গাড়ি চালক নিয়ামুল ইসলাম একটি লোকাল বাসের চালককে মারধর করেছে। এ ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তবে তাদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

কালীগঞ্জর ইউএনও রবিউল হাসান জানান, আমি শুনেছি কালীগঞ্জের এসিল্যান্ডের গাড়ি চালকের সঙ্গে কেবি পরিবহনের চালকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এসিল্যান্ডের গাড়ির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তারপরও আমি শ্রমিকদের অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন জানান, কালীগঞ্জের এসিল্যান্ডের সঙ্গে আমার কথা হয়েছে। তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসের চালককে মারধর করা হয়নি বলে এসিল্যান্ড আমাকে জানান।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড