• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘন লোমে ভরে যাচ্ছে তাসফিয়ার সমস্ত শরীর

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৭ আগস্ট ২০১৯, ১১:৩২
বিরল রোগ
তাসফিয়ার সমস্ত শরীর পশুর মতো ঘন লোমে ভরে যাচ্ছে ( ছবি : দৈনিক অধিকার)

বিরল রোগে আক্রান্ত নাচোলের সাড়ে তিন বছরের মেয়ে তাসফিয়া জাহান মুনিরা। তাসফিয়ার সমস্ত শরীর পশুর মতো ঘন লোমে ভরে যাচ্ছে। এমনকি মুখের তালুতে কালশিটে দাগও ছড়িয়ে পড়েছে।

তাসফিয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গোডাউন পাড়ার মাসুদুজ্জামান মামুনের ছোট মেয়ে। জন্মের থেকেই তার সারা শরীর লম্বা লম্বা পশমে আবৃত। এখন ধীরে ধীরে গোটা শরীরজুড়ে বিস্তার ঘটছে পশম। এমনকি এমনকি মুখের মধ্যেও গজিয়ে উঠছে সেই পশম।

পিঠের ছোট্ট একটি টিউমার থেকে এটির উৎপত্তি বলে তাসফিয়ার মা তানজিলা খাতুন জানান। তিনি বলেন, যখন তাসফিয়ার বয়স ছয় দিন তখন থেকেই পশম লক্ষ করা যায়। এরপরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তখন হাসপাতালের চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড এটিকে বিরল চর্ম রোগ বলে শনাক্ত করে। তখন শিশুটির অন্তত তিন/চার বছর বয়স হলে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।

মেডিকেল বোর্ড এটিকে বিরল চর্ম রোগ বলে শনাক্ত করে (ছবি: দৈনিক অধিকার)

তানজিলা খাতুন জনান, গরমের দিনে শিশুর শরীর থেকে আগুনের মতো তাপ বের হতে থাকে। দিনে দুই/তিন বার গোসল করাতে হয়। ভিজে কাপড় পরিয়ে দিনরাত ফ্যানের নিচে রাখতে হয়। বিদ্যুৎ না থাকলে হাত পাখার বাতাস করতে হয়রান হয়ে যায়। বর্তমানে হোমিও চিকিৎসা চলছে।

দিনমজুর পিতা-মাতার পক্ষে শিশু তাসফিয়ার উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য নেই। ডাক্তাররা বাচ্চাটিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে রাজমিস্ত্রী বাবার সামর্থ্য নেই তাকে উপযুক্ত চিকিৎসা করানোর জন্য। তাই তো এই ছোট্ট মেয়েটার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানিয়েছেন শিশুটির বাবা মাসুদুজ্জামান মামুন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড