• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বামীর অবহেলায় প্রাণ গেল গৃহবধূর

  ঝালকাঠি প্রতিনিধি

২৭ আগস্ট ২০১৯, ১১:২৮
মৃত্যু
ছবি : প্রতীকী

ঝালকাঠিতে বর্ণিতা হালদার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার (২৬ আগস্ট) ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে রবিবার (২৫ আগস্ট) শতদশকাঠী গ্রামে এই ঘটনা ঘটেছে। বর্ণিতা হালদার ওই গ্রামের সুকেশ হালদারের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বর্ণিতা হালদার রবিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন স্থানীয় চিকিৎসক ডা. সুরেন্দ্রনাথ বড়ালকে ডেকে আনা হলে তিনি একটি ইনজেকশন দিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু স্বামীর পরিবার এ বিষয়ে গড়িমসি করে। পরে বেলা আড়াইটার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বণির্তার মৃত্যুর সংবাদে ঝালকাঠি থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সোমবার ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ২০০৫ সালে সুকেষ হালদারের সঙ্গে ঝালকাঠি সদর উপজেলার ডোমজুরি গ্রামের পরেশ বৈদ্যের কন্যা বর্ণিতার বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা যায়।

বর্ণিতার স্বামী সুকেশ হালদার এবং চিকিৎসক ডা. সুরেন্দ্রনাথ বড়ালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ জানান, স্বামীর পরিবারের অবহেলার কারণে এই গৃহবধূর মৃত্যু হয়েছে।

আর নিহতের বাবার বাড়ির লোকেরা দাবি করেছেন স্বামীর পরিবারে বর্ণিতা প্রায়ই নির্যাতনের শিকার হতো।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড