• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউপিডিএফের ৩ কর্মী নিহত : আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

  খাগড়াছড়ি প্রতিনিধি

২৬ আগস্ট ২০১৯, ১৭:২১
আগ্নেয়াস্ত্র ও গুলি
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি (ছবি : দৈনিক অধিকার)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বরাদম এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহত তিন ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধারের পর তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, একটি আমেরিকান এম-৪ অটোমেটিক কার্বাইন, ১২ রাউন্ড গুলি ও দুই রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

এর আগে উদ্ধার হওয়া নিহত তিনজন ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নবীন জ্যোতি চাকমা (৩৮), বজেন্দ্র চাকমা (৩৫) ও তরুন চাকমা (৩৫)।

সোমবার (২৬ আগস্ট) সকালে দীঘিনালা সেনা জোন থেকে সেনাবাহিনীর নিয়মিত একটি টহল দল ওই এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে। সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এ সময় আনুমানিক ১০-১৫ মিনিট গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি দীঘিনালা থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে। নিহত তিনজন ইউপিডিএফের সশস্ত্র শাখার সদস্য বলে জানান নিরাপত্তা বাহিনী সূত্র। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিরাপত্তা বাহিনী সূত্র জানায়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড