• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুরির মামলা দায়ের করায় বাড়িতে ভাঙচুর

  বেনাপোল প্রতিনিধি, যশোর

২৫ আগস্ট ২০১৯, ২১:২৭
যশোর
ভাঙা জানালা (ছবি : দৈনিক অধিকার)

যশোরের বেনাপোলে চুরির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া সামাদের পরিবার অভিযোগকারী মিলনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে মিলন হোসেনের বাড়িতে এ ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়।

গ্রেফতার হওয়া সামাদ বেনাপোল পাটবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে ও চুরি হওয়া বাড়ির মালিক একই গ্রামের মোছলেম শেখের ছেলে মিলন হোসেন।

মিলন হোসেন বলেন, গত ২৩ আগস্ট রাতে সে তার পরিবারসহ বাড়ির বাইরে ছিল। এ সুযোগে তার বাড়ির গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে কে বা কারা ঘরের মধ্যে থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এরপর সে বেনাপোল থানায় অজ্ঞাত নামা একটি সাধারণ ডায়েরি করে। ডায়েরি করার পর বেনাপোল পোর্ট থানা পুলিশ সামাদ নামে একজনকে গ্রেফতার করে।

এরপর সামাদের নামে মিথ্যা অভিযোগ এনে মিলন মামলা করেছে এমন অভিযোগে সামাদের স্ত্রী ও তিন কন্যা মিলনের বাড়ির জানালা ভেঙে ফেলে এবং বাড়িতে ইট ছুঁড়ে মারে।

বিস্তারিত জানার জন্য সামাদের বাড়িতে গেলে সেখানে তাদেরকে পাওয়া যায়নি এবং ঘর তালা বদ্ধ অবস্থায় পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ওসি আলমগীর হোসেন বলেন, পুলিশ বাড়ি ভাঙচুরের ঘটনার তদন্ত করেছে। তবে অপরাধীরা গা ঢাকা দেওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড