• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় ডেঙ্গু রোগী বেড়ে ৩৩২

  সাতক্ষীরা প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, ১৭:৩৯
ডেঙ্গু রোগী
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা (ছবি : দৈনিক অধিকার)

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে আরও ১৩ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে।

রবিবার (২৫ আগস্ট) এ নিয়ে জেলায় মোট ৩৩২ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রয়েছে ৫৫ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ২২৭ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে আরও ৫০ জনকে এবং জেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীসহ মারা গেছেন দুইজন।

আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, প্রতিদিন নতুন করে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশঙ্কামুক্ত।

তিনি ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিসপত্র, বোতল, নারকেলের খোসা, টায়ারসহ অন্যান্য জিনিসপত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের পানি ও তরল জাতীয় খাদ্য বেশি খাবার পরামর্শ দেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড