• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটি পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

  রাঙ্গামাটি প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, ১৬:৩৭
বাজেট
রাঙ্গামাটি পৌরসভার বাজেট ঘোষণা করছেন পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী (ছবি : দৈনিক অধিকার)

২০১৯-২০ অর্থ বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাঙ্গামাটি পৌরসভা।

রবিবার (২৫ আগস্ট) রাঙ্গামাটি পৌরসভাকে আরও নাগরিক বান্ধব ও জনমুখি করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সনাক এবং রাঙ্গামাটি পৌরসভার যৌথ উদ্যোগে এ বাজেট ঘোষণা করা হয়।

রবিবার সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে ঘোষিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙ্গামাটি জেলার সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন। এ সময় রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারুক আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, সর্বমোট ১১৫ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে নয় কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা। বিভিন্ন খাতে আয় ১০ কোটি ১৪ লাখ দুই হাজার ২৬৪ টাকা। রাজস্ব খাতে ব্যয় হবে আট কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা।

অন্যান্য খাতে আয়ের উৎস হলো- সরকারি অনুদান ৪৯ কোটি ৬০ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত ২৭ লাখ এবং বিশেষ প্রকল্প খাতে অনুদান ৫৬ কোটি ৪০ লাখ টাকা। উন্নয়ন খাতে ব্যয় হবে ১১৩ কোটি ৮১ লাখ টাকা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড