• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রবাসীদের পা ছুঁয়ে সালাম করতে চাইলেন ব্যারিস্টার সুমন

  সারাদেশ ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ১৬:১৪

বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে জনপ্রিয় হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন এবার গেছেন মৌলভীবাজার সদর উপজেলার আখাইলখুড়া ইউনিয়নে। সেখানে ইংল্যান্ড প্রবাসীদের ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০টি নৌকা বিতরণ করা হয়। সে বিষয়েই প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে কথা বলেছেন ব্যারিস্টার সুমন।

লাইভে ব্যারিস্টার সুমন বলেন, ‘মাতৃভূমির প্রতি প্রবাসীদের প্রেম দেখার জন্য ২৫০ কিলোমিটার দূর থেকে এসেছি। যেসব প্রবাসীদের দেশের প্রতি খেয়াল নেই তারা ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগ দেখতে পারেন। এই নৌকা বিতরণের উদ্দেশ্য হচ্ছে, খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করলে তারা খেয়ে ফেলবে। কিন্তু নৌকা থাকার কারণে তারা নিজেরা যাতায়াতের পাশাপাশি আয়-রোজগার করতে পারবেন।’

ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘আমার ইচ্ছে হচ্ছে আজ এই প্রবাসীদের পা ছুঁয়ে সালাম করি, আমার মতো একজন ব্যারিস্টার এদের পায়ে ধরে সালাম করলেও কম।’

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড