• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  সাতক্ষীরা প্রতিনিধি

২৪ আগস্ট ২০১৯, ১৫:৪৫
সাতক্ষীরা
ছবি : প্রতীকী

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জালালাবাদ মাঠে এ ঘটনা ঘটে। একই সময় আহত হয়েছেন তার ফুফাতো ভাই মিলন হোসেন (৩২)।

নিহত দেলবার কলারোয়া উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে ও আহত মিলন জালালাবাদ গ্রামের মান্দার মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মধ্যে দেলবার ও মিলন জালালাবাদে পাশাপাশি জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে দেলবার ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন মিলন। স্থানীয়রা মিলনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সকালে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মধ্যে দেলবার ও মিলন দুই ভাই জালালাবাদে পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে দেলবার ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন মিলন। স্থানীয়রা মিলনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড