• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাগুরায় ইউপি সদস্য অপহরণের নাটকীয় রহস্য উন্মোচন

  মাগুরা প্রতিনিধি

২৪ আগস্ট ২০১৯, ১৫:৩৩
মাগুরা
আব্দুল হালিম মোল্যা (ছবি : দৈনিক অধিকার)

মাগুরার মহম্মদপুরে দেনার দায়ে প্রতিপক্ষকে ফাঁসাতে আব্দুল হালিম মোল্যা (৫০) নামের এক ইউপি সদস্যের অপহরণ নাটকের রহস্য উন্মোচন হয়েছে।

অপহরণের নামে আত্মগোপনে থাকা রাজাপুর ইউনিয়ন পরিষদের ওই সদস্যকে শুক্রবার (২৩ অগাস্ট) দিবাগত রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজার থেকে উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হালিম বৃহস্পতিবার বিকালে রাজাপুর বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মর্মে গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা প্রতিবেশী হারুন-অর-রশিদ মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হারুন-অর-রশিদ পুলিশকে জানায় আব্দুল হালিম মোবাইলের মাধ্যমে জানিয়েছেন তাকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে আট লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দেওয়া হলে তাকে হত্যা করা হবে।

মাগুরা পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র ও মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে প্রযুক্তির সহায়তাই মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানায়, দেনার দায়ে ইউপি সদস্য আব্দুল হালিম অপহরণ ও মুক্তিপণের নাটক সাজানোর চেষ্টা করে। এটা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড