• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝালকাঠিতে সাত দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

  ঝালকাঠি প্রতিনিধি

২৪ আগস্ট ২০১৯, ১৫:৩৩
বৃক্ষমেলা
ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সাংসদ আমির হোসেন আমু (ছবি : দৈনিক অধিকার)

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ উদ্যোগে ঝালকাঠিতে সাত দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি আমির হোসেন আমু স্টলগুলো ঘুরে দেখেন। ফলদ এ বৃক্ষমেলায় ২৫টি স্টলে বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ চারা ও উন্নত জাতের ফল প্রদর্শিত হয়।

পরে জেলায় বৃক্ষ রোপণ অভিযান ও মেলা উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে অংশ নেয়।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড