• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে ৫ মাসের শিশুর মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

২৪ আগস্ট ২০১৯, ১৩:২৫
হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জারিফ নামে ৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে মমেক হাসপাতালে আরও চারজনের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

শনিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, শিশু জারিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গাজীপুরের একটি ক্লিনিকে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হলে আধাঘণ্টা পরই মারা যায় সে।

তারও আগে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এর মধ্যে সোমবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় সেলিম (২৭), সোমবার (১৯ আগস্ট) ভোর ৫টায় আনোয়ার হোসেন (৪৫), রবিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাসেল মিয়া (৩৫) এবং রবিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে ফরহাদ (২০) নামে এক কলেজছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মমেক হাসপাতালে মারা যান বলে আরও জানান তিনি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড