• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পুলিশের সোর্স গুরুতর আহত

  যশোর প্রতিনিধি

২৩ আগস্ট ২০১৯, ২২:৩০
আহত
ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশের সোর্স বাটুল ( ছবি : দৈনিক অধিকার)

যশোর শহরের খড়কী রেলক্রসিং এলাকায় বাটুল নামের এক পুলিশের সোর্সকে উপর্যুপরি ছুরিকাঘাতে পেটের নাড়িভুড়ি বের করে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পর প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আহত বাটুল যশোর শহরের খড়কী এলাকার আবুল হোসেনের বাড়ির ভাটাটিয়া আব্দুল কাদেরের ছেলে। সে পুলিশের সোর্সের পাশাপাশি রিকশা চালাতেন।

বাটুলের মা শেফালি জানান, বাটুল যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামানের সোর্স হিসেবে কাজ করতো। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খড়কী রেলক্রসিংয়ের পাশে দাঁড়িয়েছিল। এ সময় একই এলাকার খালেকের ছেলে আল আমিনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী বাটুলের পেটে, পিঠে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ছুরিকাঘাতে তার নাড়ি-ভুড়ি বের হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

যশোর জেনারেল হাসপাতালে শেফালি বেগম আরও জানান, তিনজন সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করেছে। এর মধ্যে রমজান নামে একজনকে চিনতে পেরেছে। বাকিদের সে চিনতে পারেনি।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, বাটুলের পেটে দুটি, বাম বোগলের নিচে এবং পিঠের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে অস্ত্রোপাচারের জন্য অপারেশন টেবিলে পাঠানো হয়।বাটুলের নাড়িভুড়ি বের হয়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের ডাক্তার সাইফুল রহমান তাকে ঢাকায় রেফার করে দিয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, কয়েক জায়গায় ছুরিকাঘাতে আহত হয়ে বাটুল নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। কি কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড