• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিয়ে করতে এসে বরের ঠাঁই হলো কারাগারে

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২২ আগস্ট ২০১৯, ১৯:১৫
আটক
আটক বর দ্বীন ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে করতে এসে দ্বীন ইসলাম নামে এক বরের ঠাঁই হলো কারাগারে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বেপারীপাড়ার দিলদার হোসেনের মেয়ে শিরিনা খাতুনের সঙ্গে একই এলাকার আবদুল আওয়ালের ছেলে দ্বীন ইসলামের বিয়ের দিন তারিখ চূড়ান্ত ছিল আজ। শিরিনা খাতুন স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী কিন্তু মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়ার সংবাদ পেয়ে তার ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে বর দ্বীন ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়ের বাবা দিলদার হোসেন এবং বরের বাবা আবদুল আওয়ালকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দেবেন মর্মে মুচলেকা আদায় করেন।

এ বিষয়ে সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড