কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে অনিক নামে (৮) এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অগাস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহত অনিক ইলাই মিয়ার ছেলে। সে শাদিপুর ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার (২২ অগাস্ট) কুলাউড়া থানার পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, বুধবার রাতে ভুকশিমইল ইউনিয়নের শাদিপুর নিবাসী শিবলু মিয়া গংদের সাথে প্রতিপক্ষের ঝগড়ার এক পর্যায়ে ছুরির আঘাতে অনিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা অনিককে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, শিশুটির লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অনিকের মা জেলি বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওডি/এমবি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪, ০১৯০৭৪৮৪৮০০
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড