• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২২ আগস্ট ২০১৯, ১১:১৬
ঠাকুরগাঁও
সংঘর্ষের শিকার দুই বাস

ঠাকুরগাঁওয়ে ফের দুই বাসের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। আহতদের স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলার সালান্দর ইউনিয়নের পঞ্চগড়-ঠাকুরগাঁও সড়কের ডেনিশ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত রাজু এন্টাপ্রাইজের ড্রাইভার বাবুল (২০), গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।

ঘটনার পর থেকেই বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও-পঞ্চগড়গামী রাস্তায় যান চলাচল।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, ঘটনাস্থলে ২ জন এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর ২ জন মারা গেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

উল্লেখ্য, আগে গত শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড