• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের গ্রামের সড়ক সংস্কারের দাবি

  ফরিদপুর প্রতিনিধি

২১ আগস্ট ২০১৯, ২১:৩৪
মানববন্ধন
সড়ক সংস্কার ও নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন (ছবি: দৈনিক অধিকার)

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের গ্রামের বাড়ি যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। সড়কটি সংস্কার ও নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২১ আগস্ট) সকালে মধুখালী ইউনিয়নের গন্ধখালীতে নদী ভাঙন কবলিত এলাকায় আয়োজিত এ মানববন্ধনে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মধুমতি নদীর ভাঙনের কারণে সড়কটি দিনের পর দিন নদীগর্ভে বিলীন হচ্ছে। সড়কটি দিয়ে রিকশা-ভ্যান দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টকর। আর বৃষ্টি হলে সড়কটি দিয়ে সব ধরনের চলাচল হুমকির মুখে পড়ে।

মানববন্ধনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বড় বোন জোহরা বেগম বলেন, সড়কটির প্রায় ৩শ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যা পুনর্নির্মাণ না করায় প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।

গ্রামের প্রবীণ ব্যক্তি মো. হাজি রুস্তম মৃধা বলেন, দেশ-বিদেশ থেকে অনেকে এই গ্রামে আসেন বীরশ্রেষ্ঠের স্মৃতিময় বাড়িঘর ও জাদুঘর দেখতে। কিন্তু গ্রামে প্রবেশের সড়কটি আজও উন্নত হয়নি। ইট বিছানো পথে জায়গায় জায়গায় গর্ত। অনেকটা স্থান মধুমতি নদীতে বিলীন হচ্ছে।

ইয়াকুব শেখ বলেন, আমরা গ্রামবাসী অসুস্থ হলেও গ্রামে কোনো অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। আমাদের নদী ভাঙনরোধ ও যাতায়াতের সড়কটি সংস্কার ও মধুমতি নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। এজন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড