• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

২১ আগস্ট গ্রেনেড হামলা

মূল হোতাসহ সকল খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সভা

  রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম

২১ আগস্ট ২০১৯, ২১:১৬
প্রতিবাদ সভা
গ্রেনেড হামলায় মূল হোতাসহ সকল আসামিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা (ছবি : দৈনিক অধিকার)

২০১৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীসহ সকল খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের রাউজান উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব।

এর আগে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে গ্রেনেড হামলার পরিকল্পনাকারী তারেক রহমানসহ সকল খুনিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আবদুল ওহাব বলেন, হাওয়া ভবন থেকেই পরিকল্পনা গ্রহণ করে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এ দিন দেশবাসীর দোয়ায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও নেত্রী আইভি রহমানসহ অনেক নেতাকর্মী শহীদ হয়েছিল।

বক্তারা বলেন, সে দিন গ্রেনেড হামলার মধ্য দিয়ে এ দেশের অগ্রযাত্রা থমকে দেওয়ার নীল নকশা করা হয়েছিল। সভায় যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত রায় কার্যকর করার জোর দাবি জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

প্রতিবাদ সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মদ, শাহ আলম চৌধুরী, নুরুল আবছার, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড