• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় মিলল এডিস মশার লার্ভা

  নেত্রকোণা প্রতিনিধি

২১ আগস্ট ২০১৯, ১৮:২৩
এডিস মশার লার্ভা
এডিস মশার লার্ভা শনাক্তকরণ টিম (ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণা জেলা শহরের হোসেনপুর আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় টায়ারে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। এডিসের লার্ভা শনাক্ত করতে বুধবার (২১ আগস্ট) দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা শহরের হোসেনপুর আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় পৌর কাউন্সিলর শেখ হেলাল ও পুলিশের একটি টিম নিয়ে দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার কামাল। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই সকল টায়ার বিএডিসি একটি গুদামের সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেই সঙ্গে জরিমানাও করা হয়।

এর আগে নয় সদস্যের একটি লার্ভা শনাক্তের টিম বিভিন্ন টার্মিনালে খোঁজ করে আন্তঃজেলা টার্মিনালের পাশে রুকনের বাড়িতে পরিত্যক্ত টায়ারে এডিসের লার্ভা শনাক্ত করেন।

শনাক্ত টিমের প্রধান কিটতত্ত্ব টেকনিশিয়ান মঞ্জুরুল হক জানান, টায়ারগুলোতে যেহেতু বেশ কিছু লার্ভা পাওয়া গেছে সুতরাং আরও থাকতে পারে। তাই অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার কামাল জানান, শহরের বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। যেখানেই এডিসের লার্ভা পাওয়া যাবে তা ধ্বংসের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এ দিকে পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতাসহ ফগার মেশিন দিয়ে সমস্ত এলাকার মশা মারার ব্যবস্থা করা হচ্ছে।

পৌর মেয়র নজরুল ইসলাম খান জানান, মশক নিধন অভিযান এবং পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম চলছে। ভয়ের কোনো কারণ নেই। যারা ডেঙ্গুতে আক্রান্ত তারা সবাই ঢাকা থেকে আগত।

এ ব্যাপারে নেত্রকোণা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, এ পর্যন্ত ঢাকা থেকে আগত ৮৩ জন রোগীকে নেত্রকোণায় চিকিৎসা দেওয়া হয়েছে। যেহেতু শেষ পর্যন্ত নেত্রকোণায় লার্ভা পাওয়া গেছে, সেহেতু সকলকে আরও সচেতন হতে হবে।

তিনি আরও জানান, এই মশাগুলো আক্রান্ত রোগীসহ অন্যদের কামড়ালে ডেঙ্গু হবেই। সে কারণে সকলেই মশারি কয়েল ব্যবহারের পাশাপাশি নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড