• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় কিশোর-কিশোরীদের সঙ্গে ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা

  ভোলা প্রতিনিধি

২১ আগস্ট ২০১৯, ১৫:২০
মতবিনমিয় সভা
ভোলায় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কিশোর-কিশোরীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ( ছবি : দৈনিক অধিকার)

ইউনিসেফের সহায়তায় কিশোর-কিশোরীদের মধ্যে নাগরিক সচেতনতা, প্রয়োজনীয় সেবা প্রাপ্তি, কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভোলায় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কিশোর-কিশোরীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিসেফের সহায়তায় কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর।

সভায় আরও উপস্থিত ছিলেন- কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, এপিসি দেবাশীষ মজুমদার, উপজেলা মনিটরিং অফিসার মো. জিয়া উদ্দিন, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, কিশোরী ক্লাবের সদস্য তামান্না, রাব্বি, ছানি, শান্তসহ আরও অনেকে। এ সময় প্রতিটি ওয়ার্ডের কিশোর-কিশোরী ক্লাবের দলনেতা, সিবিসিপিসি কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই কিশোর-কিশোরীদের বাল্যবিয়ে, ইভটিংজি ও মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। শিশুদের আগামী দিনের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য কোস্ট ট্রাস্টের কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ক্লাবগুলো সক্রিয় করতে আমাদের সবাইকে কিশোর-কিশোরীদের পাশে দাঁড়াতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধ করতে কাজ করতে হবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড