ফেনী সদর উপজেলায় সজিব (১৫) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ঘাগড়া গ্রামের একটি মুরগির খামার থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মানিক নামে একজনকে আটক করেছে পুলিশ।
উদ্ধারকৃত সজিব একই ইউনিয়নে সুফিয়াবাদ গ্রামের দেলোয়ার মির্জার ছেলে। সে শহরের হলি ক্রিসেন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
পিবিআই ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহার পরদিন নিখোঁজ হয় সজিব। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনরা থানায় জানায়। পরে এ ঘটনায় মানিক নামে একজনকে আটক করে পিবিআই। তার তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী ঘাগড়া গ্রামের একটি মুরগির খামার থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান, ফেনী পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম।
ওডি/এসএএফ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড