• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যৌতুকের বলি অন্তঃসত্ত্বা গৃহবধূ, ঘাতকদের ফাঁসির দাবি

  গাইবান্ধা প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ১৮:৫৯
বিক্ষোভ সমাবেশ
খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা (ছবি- দৈনিক অধিকার)

গাইবান্ধায় যৌতুকের দাবিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার অন্তঃসত্ত্বা গৃহবধূ জিন্নাত আরার খুনিদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকাণ্ডের জন্য দায়ী স্বামী মামুন সরকার ও তার পরিবারের অন্যদের ফাঁসির দাবি জানানো হয়। উল্লেখ্য, সদর উপজেলার জোর্দ্দ গৌরসিং গ্রামের জিন্নাত আরার সঙ্গে একই এলাকার ছইমুদ্দিনের ছেলে মামুন সরকারের ১০ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর-শাশুড়িসহ অন্য আত্মীয়রা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন শুরু করে। গত ১৬ আগস্ট রাতে বেদম মারপিটের পর তাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড