• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

  নরসিংদী প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ১৬:৫০
টেটা ও রামদা
উদ্ধারকৃত টেটা ও রামদা (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে ১৪০টি টেটা, পাঁচটি রামদা ও ৬২টি ককটেল উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) বিকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রাম থেকে এসব দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের এসব তথ্য জানান। পুলিশ সুপারের উপস্থিতিতে পুলিশের বোমা ডিসপোজাল টিম ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে খোদাদিলা গ্রামের জনৈক আলাউদ্দিনের বাড়ি থেকে ১৪০টি টেটা, পাঁচটি রামদা ও ৬২টি ককটেল উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম এনে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) বেলাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড