• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাকার কাছে হারেনি সান্তনার স্বর্ণ জয়ের স্বপ্ন

  লালমনিরহাট প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ১৫:৩০
সান্তনা রানী রায়
মার্শাল আর্ট কন্যা সান্তনা রানী রায় (ছবি- দৈনিক অধিকার)

আর্থিক সহযোগিতা পাওয়ায় নিশ্চিত হলো মার্শাল আর্ট কন্যা সান্তনা রানী রায়ের বুলগেরিয়া সফর। টাকার কাছে হেরে যাবে সান্তনার স্বর্ণ জয়ের স্বপ্ন। সংবাদ মাধ্যমে এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর তাকে আর্থিক সহযোগিতা করতে এগিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ।

সোমবার (১৯ আগস্ট) বুলগেরিয়া সফর নিশ্চিত হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন মার্শাল আর্ট কন্যা সান্তনা।

সান্তনা রানী বলেন, আমি হতাশ হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আমার বুলগেরিয়া সফর আর হলো না। শেষ মুহুর্তে এগিয়ে আসে বিকাশ। বুলগেরিয়া সফরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান তিনি।

হেড অব বিকাশ কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে এরই মধ্যে সাফল্য পাওয়া সান্তনার এগিয়ে যাওয়া যেনো থেমে না যায়। সেজন্যই তার পাশে দাঁড়াতে চেষ্টা করেছে বিকাশ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নেই এবারের বিশ্ব তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সান্তনার অংশগ্রহণ যেন নিশ্চিত হয়। আমরা তার সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, আগামী ২৪ থেকে ৩০ আগস্ট বুলগেরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ২১তম বিশ্ব আইটিএফ (ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফাউন্ডেশন) তায়কোয়ান্দো প্রতিযোগিতা। এতে বাংলাদেশের মার্শাল আর্ট কন্যা সান্তনা রানী রায়সহ মোট পাঁচজনের একটি দল মনোনয়ন পেয়েছেন অংশগ্রহণের জন্য। সান্তনা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের সুবাস চন্দ্র রায় ও যমুনা রানীর মেয়ে। প্রান্তিক কৃষক পরিবার মেয়ে সান্তনা রানী রায় তিন বোন এক ভাইয়ের মধ্যে বড়। রাজশাহী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করে এলএলবি শেষ করছেন। শৈশবে গ্রামে নিজের আত্মরক্ষার তাগিদেই হাতে-খড়ি মার্শাল আর্টের। আর সেই মার্শাল আর্টই সান্তনার পথচলার সঙ্গী এখন।

সান্তনা দেশে ও বিদেশে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় এখন পর্যন্ত আটটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে ২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে, ২০১৭ সালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ও চলতি বছর ভারতের রাজধানী নয়া দিল্লিতে গিয়েছেন তিনি।

আরো পড়ুন : মার্শাল আর্টে স্বর্ণ জয়ের স্বপ্ন হারবে টাকার কাছে!

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড