• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় অগ্নিকাণ্ড : ক্ষতির পরিমাণ ৮৫ লাখ টাকা

  কুমিল্লা প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ১৫:৩৩
অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর (ছবি : দৈনিক অধিকার)

কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মজি মৌলভীর বাড়িতে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ফলে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের মজি মৌলভীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের নগদ আট লাখ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, কাপড় ও দামি মালামালসহ ক্ষতি হয়েছে প্রায় ৮৫ লাখ টাকা।

খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় লোকজন দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ৩টায় জেলার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মজি মৌলভীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়ির মৃত কবির আহম্মেদের ছেলে শরীফুল ইসলামের ঘরে প্রথমে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে।

এ সময় ওই বাড়ির লোকজন আগুন লাগার ঘটনা টের পেয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেড়িয়ে আসে এবং আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার এক ঘণ্টা পর খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘটনাস্থলে হাজির হয়।

ক্ষতিগ্রস্ত বাড়ির শাহপরান জানান, তিন পরিবারের রান্না ঘরসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে হিরন মিয়ার দেড় লাখ, শরীফুল ইসলামের পাঁচ লাখ, ফরহাদ পুলিশের দেড় লাখ নগদ টাকা পুড়ে যায়। স্বর্ণালঙ্কার প্রায় ১৫-১৮ ভরি, আসবাবপত্র, কাপড় ও দামি মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির লোকজন পরনের বস্ত্র ছাড়া কোনো কিছু নিয়ে বের হতে পারেনি। এতে প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানিয়েছেন যে তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন। ক্ষতিগ্রস্তদেরকে সরকারি ত্রাণ তহবিল থেকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন বলে মুঠোফোনে জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড