• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তায় গাছ পড়ে সাত দিন ধরে যান চলাচল বন্ধ

  ঝালকাঠি প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ১৫:১৯
গাছ
সড়কে ভেঙে পড়া গাছ (ছবি : দৈনিক অধিকার)

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সড়কে গাছ পড়ায় ৭ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বলারজোড় শ্রীমন্তকাঠী সংযোগ সড়কের সাকরাইল গ্রামের সার্বজনীন বারোয়ারী পুজা মণ্ডপের সামনে গাছ ভেঙে পড়েছে। এতে স্কুল কলেজগামী মাদ্রাসা শিক্ষার্থীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনুন্নত পথ ও কাদামাটি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে যেতে হচ্ছে। জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয় ইউপি সদস্য মো. মনির হোসেন সিকদার জানান, বারোয়ারী পূজা মণ্ডপ আড়াইশ বছরেরও বেশি পূর্বে প্রতিষ্ঠা হয়। তখন থেকেই ধর্মীয় উপাসনা করে আসছেন ভক্তরা। প্রতিষ্ঠার কয়েক বছর পরে একটি রেইন্ট্রি গাছ লাগানো হয়। ওই জমির সকল কাগজপত্রে দেবোত্তর সম্পত্তির নামে রেকর্ড হয়। ২ শতাধিক বছর বয়সী গাছ ১৩ আগস্ট (মঙ্গলবার) রাতে উপড়ে পড়ে। গাছটি সম্পূর্ণ রাস্তার উপরে থাকায় সেই থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ওই রাস্তা থেকে ইজিবাইক ও অটোরিকশায় শ্রীমন্তকাঠি বালিকা বিদ্যালয়, শ্রীমন্তকাঠি মাধ্যমিক বিদ্যালয়, শ্রীমন্তকাঠি প্রাথমিক বিদ্যালয়, সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করত। এমনকি ঐতিহ্যবাহী বলারজোড় বাজারে আগন্তুকদেরও যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

৭ দিন যাবত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা গাছটি রাস্তা থেকে অপসারণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মৃধা, উপজেলা নির্বাহী কর্মকতা সোহাগ হাওলাদারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উপায় না পেয়ে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মঙ্গলবার বৈঠকে বসে গাছ সরানোর বিষয়ে সিদ্ধান্ত নিবে বলেও জানান ইউপি সদস্য মনির।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড